নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতি সাধন হবে বলে মন্তব্যে করেছেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারন সম্পাদক আলহাজ¦ শাহজাহান ভুইয়া, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেল, আওয়ামীলীগ নেতা আবুল কালাম ভুইয়া, তাবিবুল কাদির তমাল প্রমুুখ।
মন্ত্রী বলেন, এক সময়ে বাংলাদেশের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ পাট শিল্পকে সোনালী আশ বলা হতো। কালের বিবর্তে সেই সোনালি আশ আজ হুমকির মুখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সাথে এই দুটি শিল্প খাতে উন্নতির লক্ষ্যে নিরলস কাজ করে যাবো, দেশবাসী আমার পাশে থেকে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি।
উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন গুলোতে যেভাবে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল উপজেলা নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে আওয়ামীলীগ বিপুল ভোটে জয়ী হবে। দল থেকে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবে, তার পক্ষেই সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।