নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৩টি রামদা, ১ ছোরা, ১ ষ্টীলের চাপাতি, ১টি কুড়াল, ১টি লোহার শাবল ও ১টি হাতুড়ী উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে গজারিয়া থানাধীন আলীপুরা মহাসড়ক নয়াকান্দি এলাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মো. সাকিব হোসেন শাকিল (২১), শামীম (২১), মো. হৃদয় (২০), মো. সাগর(২১), মো. জনি(২০), সজিব(২৪), মো. আলমগীর হোসেন আলম (৪২), মো. পলক (৩৯)।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় র্যাব-১১ এর টহল ডিউটি চলাকালীন সময় মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন আলীপুরা মহাসড়ক নয়াকান্দি এলাকায় ১৪/১৫ জনের একটি ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে, প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উভয় চনপাড়া, রুপগঞ্জ সর্ব জেলা- নারায়ণগঞ্জকে ডাকাতির প্রস্ততির চেষ্টাকালে হাতে নাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্ত:জেলা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের ভয়ে গজারিয়া থানার আলীপুরা, নয়াকান্দি সহ অন্যান্য এলাকার মানুষ ভীত ও আতংকিত থাকে। দীর্ঘদিন দিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে ডাকাতি করে আসছে। ২৫ জানুয়ারি গ্রেফতারকৃত দুষ্কৃতিকারী ডাকাতের দল মহাসড়কে যানজটে আটকে থাকা বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।