নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান মাদ্রাসার দাখিল পরীক্ষা। চলবে পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারী (সোমবার) পর্যন্ত । এ বছর মোট ৩৪ হাজার ১শত ৫ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৪০টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ১শত ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ১শত ৭৭ জন, দাখিলে ২ হাজার ৬শত ৮১ জন এবং ভোকেশনালে ১ হাজার ২শত ৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।