নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপি পরিচালিত ওই অভিযানে জরিমানা ছাড়াও ২টি ইটভাটা স্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদফতরের ম্যাজিস্ট্রেট (এনফোর্সমেন্ট) কাজী তানজিদ আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নয়ন মিয়া, পরিদর্শক মো. মঈনুল হক ও তানজিনা আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা আবু বকর প্রমুখ।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. মঈনুল হক বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ভাটা গুলোকে জরিমানা করা হয়েছে। অভিযানে ভাটা গুলোর অনুমোদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, মাটি সংগ্রহের অনুমতি না থাকাসহ বিভিন্ন অভিযোগে বন্ধু ব্রিক ফিল্ডকে ৫ লাখ, বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ৫ লাখ, একতা ব্রিক ফিল্ডকে ২ লাখ, মাশাল্লাহ ব্রিক ফিল্ডকে ৩ লাখ এবং চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই সময় একতা ও চাচা-ভাতিজা ব্রিক ফিল্ড ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে দেওয়া হয়।