শনিবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অনিবার্য কারণ দেখিয়ে আগামী ১৯ জানুয়ারি  শনিবারের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তীতে এই ক্যাম্পেইনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির জাতীয় পুষ্টি সার্ভিসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. এম ইসলাম বুলবুল বলেন, অনিবার্য কারণে আগামী ১৯ জানুয়ারি শনিবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা পরবর্তীতে কবে করা হবে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি আগামী সপ্তাহে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে পারে। আমরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি।

প্রতি বছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে ১ থেকে ১২ মাস বয়সী শিশুদের একটি ক্যাপসুল খাওয়ানো হয়। ১৯৭৪ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে আসছে। এ কার্যক্রমের ফলে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের কাভারেজ বেড়ে ২০১৭ সালে ৯৯ শতাংশে উন্নীত হয়েছে। এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখে।

add-content

আরও খবর

পঠিত