না.গঞ্জে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ জানুয়ারী) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার বি এম মিজনুর রহমান।

ক্রিকেট উপকমিটির আহ্বায়ক এজেডএম ইসমাইল বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য মো. জাহাঙ্গীর আলম, প্রাইম ব্যাংক নারায়ণগঞ্জ শাখার প্রথম এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদুল্লাহ, ডিস্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া ও প্রাইম ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে বার একাডেমীকে পরাজিত করে প্রতিযোগিতার শুভ সূচনা করে।

add-content

আরও খবর

পঠিত