নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনে বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানকে সংবর্ধনা দিবে নারায়ণগঞ্জ কলেজ কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডি ও শিক্ষক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ কলেজ এর গভনিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনে একেএম সেলিম ওসমান বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডি ও শিক্ষক পরিষদের পক্ষ হতে রবিবার সকালে নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা জানানো হবে।
তিনি আরো জানান, সংবর্ধনা অনুষ্ঠানটি সুন্দর ভাবে আয়োজন করতে আমাদের সহযোগিতা করছে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন ( বিকেএমইএ )।
সংবর্ধনা আয়োজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ কলেজ এর শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ কলেজ এর গভনিং বডির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান নিয়োজিত রয়েছেন।