নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)কে ফুলেল শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে। শুক্রবার (১১ জানুয়ারি) দিনব্যপী রূপগঞ্জ উপজেলার রুপসী নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিল্প-কারখানার মালিক, জনসাধারনসহ সুশিল সমাজের মানুষ।
সকালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভিসহ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক আজগর আলী, যুবলীগ সাধারন সম্পাদক মোশারফ হোসেন ভুইয়া মেম্বার ফুলেল শুভেচ্ছা জানান।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সৎ ভাবে পালন করবো। বস্ত্র ও পাট শিল্পকে জাগিয়ে তুলতে হবে। বন্ধ হয়ে যাওয়া পাট কারখানাগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করা হবে।