নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাাদ দাতা ) : বন্দরে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে নূরুল ইসলাম (৫৫) নামে এক ভূয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা এবং ২টি বইয়ের দোকানে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৯ জানুয়ারি বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রিট পিন্টু বেপারীর নেতৃত্বে মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও বিকেলে বন্দর বাজার এলাকা এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ভূয়া ডাক্তার নূরুল আমিন ডাক্তারি সার্টিফিকেট ছাড়াই বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডস্থ ইসলামিয়া সুপার মার্কেটে মেসার্স নির্মান পোল্ট্রি কমপ্লেক্স নামে প্রতিষ্ঠান বসিয়ে র্দীঘদিন ধরে সেখানে অপচিকিৎসা করে আসছে।
অপচিকিৎসার অপরাধে ভূয়া ডাক্তার নূরুল ভ্রাম্যমান আদালত ইসলামকে মেডিকেল ও ডেন্টাল আইন কাউন্সিল ২০১০ এর ২৯ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এছাড়াও বিকালে ভ্রাম্যমান আদালত বন্দর বাজার এলাকায় গাইড বই বিক্রির অপরাধে বিসমিল্লাহ বই বিতানকে ২ হাজার টাকা ও জামান বই বিতানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা উপ-পরিদর্শক মো: হানিফসহ সঙ্গীয় র্ফোস ও বন্দর উপজেলা পরিষদের অফিস সহকারি মাসুদ রানা প্রমুখ।