নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নতুন মন্ত্রিসভায় থাকছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। রবিবার (৬ জানুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পান তিনি। এই ফোনে গাজীকে নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
জানা গেছে, বস্ত্র ও পাটমন্ত্রী হতে যাচ্ছেন নারায়ণগঞ্জের গোলাম দস্তগীর গাজী এমপি। আগামীকাল সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। নতুন সরকারের মন্ত্রিসভার শপথও তিনি পড়াবেন। শপথ অনুষ্ঠান পরিচালনায় থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ । আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে কাজী মনিরুজ্জামান মনির পান মাত্র ১৬ হাজার ৪৩৪ ভোট।