বন্দরে দূর্বৃত্তদের আগুনে ভূমিহীণদের ফলের বাগান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ বাতৃা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ভূমিহীণদের ফলের বাগান পুড়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) গভীর রাতে মদনগঞ্জ সামিট পাওয়ারের পিছনে বেজার মালিকানাধী ভূমিহীণদের ফলের বাগানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এ অগ্নিকান্ডের ঘটনায় ওই ফলের বাগানের বিভিন্ন প্রকার ফল-ফলাদী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভূমিহীণ সমিতির সভাপতি আমির হোসেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ সামিট পাওয়ার প্ল্যান্ট এর পিছনে খাস জমিতে ভূমিহীণ সমবায় সমিতি বিভিন্ন প্রকার ফল-ফলাদী চাষ করে আসছিল। সমিতির সভাপতি আমির হোসেনের অক্লান্ত পরিশ্রমের কারনে ওই জমিতে কিছুদিন পূর্বে ব্যপক ভূট্রা ফলন হয়। এতে ঈর্ষাম্বিত হয়ে ভূমিহীণদের এই জমি থেকে উচ্ছেদ করতে সামিট পাওয়ার প্ল্যান্টে সংশ্লিষ্ট কতিপয় ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র করে আসছে। এ জমি নিয়ে বিগত সময়ে সমিতির কর্মকর্তাদের সাথে কতিপয় ভূমিদস্যুদের মতপার্থক্যও সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায়, বৃহস্পতিবার গভীর রাতে মদনগঞ্জ সামিট পাওয়ার প্ল্যান্টের পিছনে ভূমিহীণদের লিজকৃত জমির ফলের বাগানে দূর্বৃত্তরা ঈর্ষাম্বিত হয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফলের বাগানে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সামিট পাওয়ার প্ল্যাল্টের এডমিন মুজিবুর রহমান বন্দর থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত মদনগঞ্জস্থ বেজা এর মালিকানাধীণ ভূমিহীণদের চাষকৃত ফলের বাগানে এসে ৩০মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

add-content

আরও খবর

পঠিত