সাংবিধানিক অধিকার ফিরে পেতে হাতপাখায় ভোট দিন : কালাম মুন্সি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী বুধবার (২৬ ডিসেম্বর) বন্দর থানার বন্দর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সি বলেছেন, রাজনীতি হলো ভালো মানুষের কাজ। এটা গুন্ডা, বদমাশ, নেশাখোরের কাজ নয়। রাজনীতির সৃষ্টি হয়েছে মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, যার অন্ন নাই তাকে অন্ন দেয়ার জন্য, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেয়ার জন্য, যার বাসস্থান নাই তার বাসস্থানের ব্যবস্থা করে দেয়ার জন্য, অসহায়ের চিকিৎসা সেবা দেয়ার জন্য, নৈতিক শিক্ষা ও নৈতিকতা ফিরিয়ে দেয়ার জন্য, গরিবের টাকা লুট করে খাবার জন্য নয় বরং গরিবের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য।

কিন্তু বাস্তবতা হচ্ছে, ক্ষমতাসীন রাজনীতিবিদগণ জনতার অধিকার ফিরিয়ে দিতে ব্যার্থ হয়েছে। জনতার অধিকার ফিরিয়ে দেয়ার পরিবর্তে তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। এ দেশের সংবিধান আমাদের নাগরিক সুবিধা পাবার অধিকার দিয়েছে। নাগরিক সুবিধা আমাদের ন্যায্য অধিকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিকের মৌলিক অধিকার তথা সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে রাজনীতির ময়দানে ন্যয়নীতি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আমরা গরিবের বন্ধু। তাই জনতা নাগরিক তার সাংবিধানিক অধিকার ফিরে পেতে আগামী ৩০ ডিসেম্বর হাতপাখায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।

নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি বন্দর থানার আহবায়ক- মো. নূর হেসেন, সমন্বয়কারী- ইয়াসিন সিকদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর ইউনিয়নের- মো. নজরুল ইসলাম মাস্টার, মাও. ওমর শরিফ, আলহাজ্ব আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ওয়ার্ড দায়ীত্বশীল, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত