নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবরসহ ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এবং আগেরদিন সোমবার (২৪ ডিসেম্বর) রাতে বক্তাবলী ও মুসলিমনগর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
ধৃত অন্যরা হলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন বারী ও বায়েজীদ।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাফীউল আলম জানান, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সে মামলায় এই তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।