আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে মুক্তা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার দুপ্তারা কুমারপাড়া এলাকার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আটক স্বামী হোসেন কুমারপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। নিহত মুক্তা খাতুন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার আউলাদ মিয়ার মেয়ে।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দোলা জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মুক্তা খাতুনকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী কবির হোসেন। পরে মুক্তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে শনিবার সকালে চিৎকার করে। এক পর্যায়ে এলাকাবাসীর প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কবির হোসেনকে আটক করে পুলিশে দেয়।

তিনি আরো জানান, নিহতের পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

add-content

আরও খবর

পঠিত