কারো ভয়ে, সন্ত্রাসের হুমকিতে দমে যাবো না : কায়সার হাসনাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, অনেক যুদ্ধ, অনেক প্রতিকূল অবস্থা অতিক্রম করে এখানে এসেছি। তাই কারো ভয়ে, কোন সন্ত্রাসের হুমকিতে আমরা দমে যাবো না। রাজনীতি করতে হলে সমালোচক থাকবে ভুল ভ্রান্তি ধরিয়ে দেয়ার জন্য সর্বস্তরের জনগণ, সংবাদ মাধ্যম  থাকবে। আমরা সেভাবেই আমাদের ভূল ভ্রান্তি সম্পর্কে  জেনে শুধরাতে পারবো। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১টায় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই। ৩০ তারিখ সুষ্ঠু নির্বাচন হবে। প্রশাসন এখন যে অবস্থায় আছে সেভাবেই থাকবে। প্রশাসন এমন কিছু করবে না যার জন্য আমাদের প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুন্ন হয়। আমি যখন এমপি ছিলাম তখন কোন দলের রাজনৈতিক কর্মীকেই হয়রানি করা হয়নি। কথা দিচ্ছি নির্বাচিত হলে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো। সকলকে নিরাপদে রাখবো।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র আলী আকবর, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ, সোনারগাঁ যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক ফায়জুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত