নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে-তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো মানবিক কাজ। একজন মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে-এমন প্রত্যাশা মানুষ মাত্রই করতে পারে। আর এমন প্রত্যাশাতেই হাসপাতালের বিছানায় শুয়ে শেষ প্রহর গুনছে নারায়ণগঞ্জের ১৪ নং ওয়ার্ডের দেওভোগ আখড়া এলাকা নিবাসী মেধাবী ছাত্র অসীম সরকার। ঘারে টিবি রোগ জনিত কারনে তার পুরো শরীর অবস হয়ে গেছে।
এ প্রসঙ্গে ডাক্তার বলেছেন, তার ঘারের চিকিৎসা করার জন্য অপারেশন করতে হবে। এই অপারেশন করার জন্য ২,৫০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা লাগবে। কিন্তু, তার অভাগা পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব ও কষ্ট সাধ্য। যার কারনে হাসপাতালের বিছানা ধুকে ধুকে মৃত্যুর শেষ প্রহর গুনছে অসীম। মাত্র ৩ লক্ষ টাকার জন্য একটি মেধাবী প্রাণ অকালে ঝড়ে যাবে তা কোন ভাবেই মানতে পারছেনা অসীমের ভাই বন্ধু সহপাঠীরা। তাই সে যেন আবার আগের মতো সকলের মাঝে ফিরে আসতে পারে সেজন্য তার সহপাঠীরা নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি দানবীর সেলিম ওসমান এর নিকট অসীমকে বাঁচানোর জন্য প্রয়জোনীয় ৩ লক্ষ টাকা সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে।
তার বন্ধুরা জীবন যোদ্ধা নামে একটি ফেসবুক পেইজে লিখেছে, আমরা তো প্রতিদিন কত টাকা নিজেদের অজান্তেই নষ্ট করে ফেলি। একদিন না হয় ইচ্ছা করেই সেই টাকা অসীম সরকারকে দিয়ে ওকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সাহায্য করি। সকলের কাছে আমাদের অনুরোধ, বিশেষ করে আমাদের এলাকার দানবীর এমপি সেলিম ওসমান মহোদয়ের কাছে আকুল আবেদন আমাদের একটু সাহায্য ও সহোযগিতার কারণে যেন অসীম সরকার সুস্থ হয়ে আমাদের মাঝে আবারো ফিরে আসতে পারে। অসীম সরকারকে সাহায্য ও সহযোগিতা করার জন্য নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
প্রসনজিৎ সাহা : ০১৬৭৬১৬৯৬৭৯ ও লিপন সাহা : ০১৭৯৬৩৯১১১৭.