নারায়ণগঞ্জবার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১২৯ তম শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন উত্তর চাষাঢ়ায় সুফিয়া কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির শাখা র্কাযালয়। ১৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-উর-রশিদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন। এরআগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কোরআন তেলোয়াত করেন হাফেজ শফিউদ্দিন আলম।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চাষাঢ়া শাখার ম্যানেজার মো. আমিনুল ইসলাম, ব্যাংকের জন-সংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহ্মেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, সালাম ব্যপারী, জাকির হোসেন জুয়েল সহ স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-উর-রশিদ বলেন, এই ব্যাংকের মাধ্যমে আপনারা অনলাইনে লেনদেনের সুবিধা নিতে পারবেন। এছাড়াও হাউজিং লোন, ব্যবসায়ীদের জন্য বিশেষ লোন সহ ফরেন এক্সচেঞ্জ এর সুবিধা রয়েছে। জনগনের কল্যানে আর্থিক লেনদেন, অলংকার সুরক্ষিত রাখতে লকার সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
এ সময় প্রধান অতিথি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চাষাঢ়া শাখার ম্যানেজার মো. আমিনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। পরিশেষে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। পরে শাখা কার্যালয়টির বিভিন্ন ডেস্ক, লকার, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও অফিস এর কার্যক্রম পরির্দশন করেন।