নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন বলেছেন, সারাদেশে বিরোধী দলীয় প্রার্থীদের সভা সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসিদের হামলা, পুলিশি নির্যাতন ও গণ গ্রেফতারই প্রমান করে সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। পরাজয়ের ভয়ে ভীত হয়ে সরকার উদভ্রান্তের ন্যায় আচরণ করছে। বিরোধী পক্ষ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারীরর ন্যায় তারা একটি নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে।
তিনি আরও বলেন, সরকারের সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে জনগণ ৩০ তারিখের নির্বাচনের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত। চাপা দিয়ে যেমন আগুনকে দমিয়ে রাখা যায়না তেমনি দমন নিপিড়ন করে জনগণের প্রত্যাশাকে দাবিয়ে রাখা যাবেনা। সরকারের বোধদয় হওয়া জরুরী যে বিগত ১৪ সালের ৫জানুয়ারীর মতো আরেকটি নির্বাচন মঞ্চস্থ করে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অবকাশ নেই।
১৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে ধর্মগঞ্জ তক্কার মাঠ গণসংযোগ ও প্রচার পত্র বিতরণ পরবর্তিকালে মোক্তার হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভাতে মাহমুদ হোসেন এসব কথা বলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট আহবান করে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা, শহিদুল ইসলাম নাননু, রাশিদা বেগম, নাজমুল হাসান নাননু, আল আলীম, হেলীম সরদার, আওলাদ হোসেন ও প্রমূখ।