প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে হবে : শফিকুল ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখার প্রার্থী মুহা. শফিকুল ইসলাম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলে সমাজের সকল অশান্তি, দুর্নীতি, রাহাজানি বন্ধ হয়ে যাবে। আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলনের পথচলা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করে আল্লাহর আইন তাঁর জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিটি ঘরে ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে হবে। সোমবার (১৭ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ৬ ও ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করে এক পথসভায় তিনি এ কথা বলেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আ. আহাদ মন্টু, সমন্বয়ক মুহা. বিলাল হোসাইন খান, প্রচার সমন্বয়কারী মুহা. ইব্রাহীম, অনলাইন সমন্বয়কারী শেখ মুহা. ফয়সাল, মুহা. মাসুম বিল্লাহ, ৭নং ওয়ার্ডের আহবায়ক, মুহা. হারুনুর রশিদ, সমন্বয়কারী মাও. আব্দুল্লাহ আল ফারুক, মাও. মোবারক হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

শফিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে সাধারণ জনগণের মাঝে হাতপাখার প্রতি সফ্ট কর্নার তৈরি হয়েছে। বহুবার এদিক-সেদিক ভোট দিয়েও তাদের অধিকার ফিরে পায় নি। সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত সমাজ উপহার দিতে ব্যর্থ হয়েছে জনগণের ভোটে নির্বাচিত নেতারা। তাই তিনি এবার হাতপাখায় ভোট দিয়ে সন্ত্রাসমুক্ত, সুখী-সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানান।

add-content

আরও খবর

পঠিত