সন্ত্রাসী হামলা করে হাতপাখাকে দমিয়ে রাখা যাবে না : শফিকুল ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখার প্রার্থী মুহা. শফিকুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৯৯ আসনে এককভাবে নির্বাচন করছে। সংগঠনের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাদের প্রচারণার কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় আমাদের নিরীহ নেতা-কর্মীদের উপর একটি মহল সন্ত্রাসী হামলা, নির্বাচনী অফিস ভাংচুরসহ নানা ধরণের হুমকি ধমকি প্রদান করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে মনে রাখতে হবে, সন্ত্রাসী হামলা করে হাতপাখাকে দমিয়ে রাখা যাবে না।

শনিবার (১৫ ডিসেম্বর) ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গতকাল বরিশাল-৫ আসনে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী আহত করে, কিছুদিন পূর্বে খুলনা-৩ আসনে হাতপাখার সমর্থকদের রক্তাক্ত করে এবং নোয়াখালী-৩ এ ক্যাম্প ভাঙ্গচুর করে পোস্টার ছিড়ে ফেলে দেয়। এটাই কি লেভেল প্লেইং ফিল্ড? সরকারের কাছে এ প্রশ্ন আজ গোটা জাতির। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই। সন্ত্রাসীদেরকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ ইসলামের পক্ষে হাতপাখাকেই বিজয়ী করবে, ইনশাআল্লাহ।

add-content

আরও খবর

পঠিত