কত দিন মাঠে থাকবে সেনাবাহিনী, জানাল ইসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে তিনি একথা জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ভোটের মাঠে সেনাবাহিনী থাকবে। তারা মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।

মোট ১০ দিন মাঠে থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কবে থেকে নামবে এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিজিবির মাঠে নামা নিয়ে আমরা প্রস্তাব রেখেছি আগামী ২২ ডিসেম্বর থেকে। তবে কমিশনের কেউ কেউ বলছেন ২০ ডিসেম্বর, কেউ আবার বলেছেন ১৫ ডিসেম্বর থেকে। আসলে বিজিবি কবে থেকে মাঠে নামবে তা আগামী শনিবার ঠিক করবে কমিশন।

ভোটের আগে-পরে ইন্টারনেটের গতি ফোর জি থেকে টু জিতে নামিয়ে আনার ব্যাপারে পুলিশ ইসির প্রতি যে সুপারিশ করেছেন- সে প্রসঙ্গে হেলালুদ্দীন বলেন, তারা এই বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন। তবে আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের কোনো চিন্তা-ভাবনাও নেই আপাতত।

এ সময়, জোটবদ্ধভাবে নির্বাচনে নিবন্ধিত দলের প্রার্থীরা নিজ দলের প্রধানের বাইরে পোস্টারে অন্য কারো ছবি ব্যবহার করতে পারবে কি না- এমন প্রশ্নে ইসি সচিব বলেন, এটা আইনগত বিষয়। তবে নিবন্ধিত দলগুলো তাদের দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। যেমন, নাগরিক ঐক্য ইসির নিবন্ধিত দল নয়। সুতরাং দলটি যার ব্যানারে নির্বাচন করবে সেই দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। গণফোরামের প্রধান কিন্তু ড. কামাল হোসেন। তার মানে গণফোরাম চাইলেও খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না।

একাদশ সংসদ নির্বাচনে দেশের আসনে ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্রের ধরণ অনুযায়ী, কেন্দ্র প্রতি ১৪ থেকে ১৬ জনের ফোর্স ভোটের দিন মোতায়েন রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথমবারের মতো নিয়োজিত করা হবে গ্রাম পুলিশও। নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ ও শাস্তি দেয়ার জন্য থাকবেন সহস্রাধিক ম্যাজিস্ট্রেট। সব মিলিয়ে ছয় লাখের বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে ইসির।

add-content

আরও খবর

পঠিত