নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, দেশের সনামধন্য দুটি পত্রিকার সদ্য রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের খেলাপি ঋণের পরিমান দাঁড়িয়েছে ৯৯,৩৭০ কোটি টাকা। অবলোপন করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা, আর লোপাট হয়েছে ২২,৫০২ কোটি টাকা। শুধু তাই নয় মাথাপিছু দেশীয় ঋণ ৬,০০০ টাকা থেকে বেড়ে ৬০,০০০ টাকায় উন্নিত হয়েছে। এই যদি হয় আওয়ামী উন্নয়নের গতি তবে একে থামাবে কে? তিনি বলেন, যে দলের শাসনামলে দেশজুড়ে দূর্নীতি লুটপাটের এমন ভয়াবহ চিত্র সেই দলের নেতৃবৃন্দের মুখেই উল্টো এমন সব কথা শোনা যায়; যেন যে দেশে আওয়ামী লীগ নেই সে দেশে সরকার গঠিত হয়না, যে দেশে শেখ হাসিনা নেই সে দেশে প্রধান মন্ত্রীর আসন শূন্য থাকে।
আবু হাসান টিপু বলেন, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গিকার করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও রাষ্ট্র পরিচালনায় গত ১০ বছরে তারা পুরোপুরি ব্যার্থতার পরিচয় দিয়েছে। তাদের ১০টাকা দরে চাল খাওয়ানোর অঙ্গিকার আতুর ঘরেই দম বন্ধ হয়ে মরেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোটারবিহীন, প্রতিদ্বন্দ্বি ছাড়া একতরফা এমন একটি নির্বাচন তারা উপহার দিলেন যা কিনা রিতিমতো গিনেস বুকে স্থান পাওয়ার মতো। এই হলো ওনাদের অঙ্গিকারের নমুনা।
আবু হাসান টিপু আরও বলেন, মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যিনি কওয়ামী জননী বনে যান তার হাতে দেশ ও দেশের মানুষ যে আর নিরাপদ নয় এটা আর কোন বিশেষ যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে বলার কিছুই নাই। তিনি বলেন যে কারণেই দেশ ও দেশের জনগণের কল্যানে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে তৃতীয় বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে। জনগণের রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে আনতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বামগণতান্ত্রিক জোট-এর প্রার্থিদের বিজয়ী করতে হবে।
১৩ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ২নং ঢাকেশ্বরীতে প্রচারপত্র বিতরণ শেষে অনুষ্ঠিত কর্মী সভাতে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী রাশিদা বেগম, শ্রমিকনেতা শহিদুল আলম নাননু, হাবিবুর রহমান আঙ্গুর, আইয়ুব আলী, খোকন রাজ , আবুল হোসেন প্রমূখ।