প্রকাশ্যে নারী কর্তৃক পুরুষ নির্যাতন, জানা গেল প‌রিচয় !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট  ) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক নারী রিকশা চালকের ওপর চড়াও হয়েছেন। তিনি নিজেই ওই রিকশার যাত্রী। দ্রুত গতিতে রিকশা না চালানোর কারণে তিনি চটেছেন। ভিডিওতে রিকশা চালকের ওপর মারমুখী দেখা যাচ্ছে তাকে। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে সবার সামনে রিক্সা থেকে নেমে চালকের গায়ে হাতও তোলেন তিনি। আবারো রিকশায় উঠে হাতের ব্যাগ দিয়ে চালককে মারতে উদ্যত হন। ক্ষুব্ধ হয়ে তাকে লাথি ছুঁড়তেও দেখা গেছে।

এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই উৎসুক মানুষের ভিড় জমে। সেখানেও তাই হয়েছে। এক পর্যায়ে সেখানে থাকা এক বয়স্ক লোকের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। অনেকেই তার এমন আচরণের প্রতিবাদ করছিলেন। ভিডিওর শেষে দেখা যায়, বয়স্ক মানুষটির সামনে তিনি মারমুখী হয়ে নেমে এসেছেন। আর সেখানেই ভিডিওর ইতি ঘটেছে।

হাতে সময় বড্ড কম, গন্তব্যে পৌঁছতে হলে রকেট গতিতে এগিয়ে যেতে হবে। আর রকেট টা চালাবেন কে? রিক্সাওয়ালা। রিক্সায় বসে রকেট গতিতে গন্তব্যে পৌঁছে যাওয়ার বাসনাতেই তিন চাকার সওয়ারিতে চড়ে বসেছিলেন এক মহিলা। রিক্সা চলতে তো শুরু করে, তবে তা যাত্রীর মন মতো গতিতে নয়।

প্যাডেলের গতি দেখে চালককে আরও জোরে রিক্সা চালাতে নিদের্শ দেন সওয়ারি। অপারক রিক্সাচালক জানান, তিনি পারবেন না। যাত্রীকে নেমেও যেতে বলেন। এরপরই চটে গিয়ে রিক্সাচালকের ওপর খড়্গহস্ত হন মহিলা যাত্রী। অকথ্য ভাষায় বকাবকি, সঙ্গে চড়, লাথি ধেয়ে যায় চালকের দিকে।

দ্রুত রিক্সা না চালানোর কারণে রিক্সাচালকের ওপর চটে যাওয়া এ নারীকে নিয়ে চলছে তোলপাড়। প্রকাশ্য দিবালোকে সবার সামনে রিক্সা থেকে নেমে চালকের গায়ে হাত তোলায় বিস্ময় প্রকাশ করেন সবাই।

আবারো রিক্সায় উঠে হাতের ব্যাগ দিয়ে চালককে মারতে উদ্যত হন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন চিত্র দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

এক পর্যায়ে সেখানে থাকা এক বয়স্ক লোকের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই নারী। অনেকেই তার এমন আচরণের প্রতিবাদ করছিলেন। বয়স্ক মানুষটির সামনে তিনি মারমুখী হয়ে নেমে এসেছেন। আর সেখানেই ভিডিওর ইতি ঘটেছে।

ভিডিওটি দেখে ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তারা ওই নারীর এমন অভদ্র আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুক ব্যবহারকারীরা ওই নারীর আইডি শেয়ার করতে থাকেন। তার ফেসবুক আইডির নাম -সুইটি আক্তার-।

ওই নারীর ফেসবুক আইডি থেকে জানা যায়, তার নাম সুইটি আক্তার সিনু। তিনি মিরপুর ৭নং ওয়ার্ড রুপনগর আবাসিক এলাকার বাসিন্দা।

add-content

আরও খবর

পঠিত