নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রিফাত) : ধর্মশালায় শীত আর বৃষ্টি ভেজা সফর শেষে কলকাতায় পৌছায় মাশরাফি বাহিনী । আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টেনের খেলা ১৫ মার্চ ভারতের মাটিতে থেকে পর্দা উঠেছে । বাছাই পর্বের প্রায় সবগুলো ম্যাচেই উত্তেজনা মূখর ছিল বাংলাদেশী ভক্তদের মাঝে।
এশিয়া কাপের স্বপ্ন ভাঙার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছে টাইগাররা । এশিয়া কাপের একটা হাইভোল্টেজ ম্যাচ হারের বদলাই নয়, এক জোড়া ঐ রকম হারের শোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে এ সপ্তাহে কলকাতার ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে । ১৯ মার্চ শনিবার ভারত-পাকিস্তান তো থাকছেই।
আজ ১৬ মার্চ বুধবার বিশ্ব ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে চূড়ান্ত হয়ে থাকলো পাকিস্তান বনাম বাংলাদেশ লড়াই । যে দু দেশের কাছেই হারায় গত মাসে ঢাকায় টি-টোয়েন্টি এশিয়া কাপ থেকে ছিটকে পড়তে হয়েছিল আফ্রিদি-বাহিনীকে।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে সামনে বিশ্ব ক্রিকেটের “ বাঘ ” খ্যাত বাংলাদেশ ? যাদের কাছে এই মাসেই এশিয়া কাপ ম্যাচে হারতে হয়েছে ছিলো শাহিদ আফ্রিদিদের ? না কি অঘটন ঘটিয়ে মূলপর্বে উঠে আসবে অপেক্ষাকৃত দুর্বল ওমান ? গোটা দিন এই জল্পনা ভালো মতোই ছিল পাকিস্তান শিবিরে। রবিবার সন্ধ্যায় ধর্মশালায় যখন ওমান-বাংলাদেশ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ চলছিলো, তখন আফ্রিদিরা ছিলেন টিম হোটেলের রুমে । অনেকেরই চোখ ছিল টিভিতে, ধর্মশালার ম্যাচে। কিন্ত ধর্মশালায় ঠিক হয়ে গেল ইডেনে পাকিস্তানের সামনে আসছে বাংলার বাঘরা।
সকালের সাংবাদ সম্মেলনে পাকিস্তানী অধিনায়ক বাংলাদেশ প্রসঙ্গে বলেন, প্রথম ম্যাচটা যে কোনও টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ । ঐ ম্যাচ থেকেই ছন্দটা ধরে নিতে হবে। আর ইডেনের পিচ-পরিবেশ সব তো আমাদেরই পক্ষে। শুধু বাংলাদেশ নয়, প্রথম দুটো ম্যাচই আমাদের কাছে খুব জরুরি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে দুই গ্রুপে এ” গ্রুপ – শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ বি” -ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ ।
আই সি সি টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচী:
১৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৮টায় নিউজিল্যান্ড বনাম ভারত (নাগপুর);
১৬ মার্চ বুধবার বিকাল সাড়ে ৩টায় ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (মুম্বাই);
১৬ মার্চ বুধবার সন্ধ্যা ৮টায় পাকিস্তান বনাম বাংলাদেশ (কলকাতা);
১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (কলকাতা);
১৮ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (ধর্মশালা);
১৮ মার্চ শুক্রবার সন্ধ্যা ৮টায় দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (মুম্বাই);
১৯ মার্চ শনিবার সন্ধ্যা ৮টায় ভারত বনাম পাকিস্তান (ধর্মশালা);
২০ মার্চ রবিবার বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ আফ্রিকা বনাম আফগানস্তান (মুম্বাই);
২০ মার্চ রবিবার সন্ধ্যা ৮টায় শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ (বেঙ্গালুরু);
২১ মার্চ সোমবার সন্ধ্যা ৮টায় অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (বেঙ্গালুরু);
২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৮টায় নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (মোহালি);
২৩ মার্চ বুধবার বিকাল সাড়ে ৩টায় ইংল্যান্ড বনাম আফগানিস্তান (নয়াদিল্লি);
২৩ মার্চ বুধবার সন্ধ্যা ৮টায় ভারত বনাম বাংলাদেশ (বেঙ্গালুরু);
২৫ মার্চ শুক্রবার সাড়ে ৩টায় পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (মোহালি);
২৫ মার্চ শুক্রবার সন্ধ্যা ৮টায় দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (নাগপুর);
২৬ মার্চ শনিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (কলকাতা);
২৬ মার্চ শনিবার সন্ধ্যা ৮টায় ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (দিল্লি);
২৭ মার্চ রবিবার বিকাল সাড়ে ৩টায় আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (নাগপুর);
২৭ মার্চ রবিবার সন্ধ্যা ৮টায় ভারত বনাম অস্ট্রেলিয়া (মোহালি);
২৮ মার্চ সোমবার সন্ধ্যা ৮টায় দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা (দিল্লি);
৩০ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লিতে প্রথম সেমিফাইনাল সুপার ১০-এ প্রথম গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল বনাম দ্বিতীয় গ্রুপে প্রথম স্থানে থাকা দল খেলা অনুষ্ঠিত হবে ।
৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাই -এ দ্বিতীয় সেমিফাইনাল সুপার ১০-এ প্রথম গ্রুপে প্রথম হওয়া দল বনাম দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল খেলা অনুষ্ঠিত হবে ।
অবশেষে ৩ এপ্রিল রবিবার কলকাতায় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে কাঙ্খিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল।