সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় এই বাণী সকল ধর্মেই : বিচারপতি সৌমন্দ্র সরকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সৌমন্দ্র সরকার বলেছেন স্বামী বিবেকানন্দের  আর্দশ ছিল পরোপকারী, অপরকে বিশ্বাস করা।

১৫ মার্চ মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত শ্রী-রামকৃষ্ণ দেবের ১৮১ তম জন্মতিথি বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি আরো বলেন, কাউকে ভালোবাসাই ধর্ম আর সন্দেহ করাই পাপ। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় এই বাণী শুধু হিন্দু ধর্মে নয় সকল ধর্মেই রয়েছে। মানুষের সুখ শান্তির জন্য আমরণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির আর্দশ ধরে রেখেই সুন্দর একটি দেশ, সমাজ ও প্রজন্মের জন্য কাজ করতে হবে।Untitled-1

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এর সহ-সম্পাদক শ্রী স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ এর সভাপতিত্বে বেলা ২টায় শ্রীনিমাই দাস ও তার দলের পরিবেশণায় রামায়ণ গান আয়োজন করা হয়। পরে বিকাল ৪টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বিশ্বসম্প্রীতিতে স্বামী বিবেকানন্দেও জীবন-আদর্শ প্রসঙ্গ সন্ধ্যা ৬টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর প্রধান বিচারপতি সৌমেন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব শ্রী গোপাল চন্দ্র দাস এবং প্রধান আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাধু নাগ মহাশয় আশ্রম সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য্য, ঢাকা রামকৃষ্ণ মিশন স্কুল সিনিয়র শিক্ষক শ্রী দেবাশীষ পাল ও প্রমুখ ।

সভাপতির বক্তব্যে ঢাকা রামকৃষ্ণ মিশন সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ বলেন, গিরগিটি একটি প্রাণী যা স্থান, কাল, পাত্র, বেধে রঙ্গ পাল্টায় কিন্তু প্রাণী একটাই। এক এক চোখ একেক রকম। তেমনি সৃষ্টিকর্তা এক এক চোখ একেক রকম কিন্তু তিনি একজনই।

আলোচনা শেষে রাত ৮টায় নারায়ণগঞ্জ বিবেকানন্দ যুব সংঘের পরিবেশণায় প্রদর্শন করা হয় নাটক বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ।

 

 

 

 

 

add-content

One thought on “সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় এই বাণী সকল ধর্মেই : বিচারপতি সৌমন্দ্র সরকার

  1. Fi88 là một nền tảng cá cược và giải trí trực tuyến uy tín, nổi bật với giao diện thân thiện, đa dạng trò chơi và các chương trình khuyến mãi hấp dẫn. Nhà cái này không chỉ mang lại cho người chơi cơ hội tham gia các trò chơi casino trực tuyến, cá cược thể thao mà còn hỗ trợ nhiều phương thức giao dịch nạp rút tiền linh hoạt. https://fi88vina.online/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত