নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য মানিকগঞ্জ-২ (সিংঙ্গাইর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ১০ নভেম্বর শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
গত ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এবারও একই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিনি।
মমতাজ বলেন, এলাকার মানুষ যতদিন আমাকে ভালোবাসবে ততদিন আমি ভোট করব, মানুষের জন্য কাজ করব। অবশ্য বিগত দুই বছরে আমার নির্বাচনী এলাকায় লক্ষ্যনীয় কাজ করেছি, যা আগে মানুষ চিন্তাও করেনি। সামনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
প্রসঙ্গত, ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৫ ডিসেম্বর।
তফসিল ঘোষণার পর ৯ নভেম্বর শুক্রবার প্রথম দিন থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন পত্রের ফরম বিক্রি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০টা থেকে এই ফরম বিক্রি শুরু হয়।