রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকিপূর্ণ ব্রীজ, ফাটলে ধ্বসে পড়ার আশঙ্কা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ব্রীজটিতে ফাটল দেখা দিয়েছে।  এছাড়া ব্রীজটি দিয়ে চলাচল করছে এ সড়কে চলাচলরত যানবাহনগুলো। যেকোন সময় ব্রীজটি ধ্বসে পড়ার আশঙ্কা করছে পরিবহন শ্রমিক ও এলাকাবাসী।

সরেজমিনে ঘুরে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উপর ব্রীজটি নির্মাণ করা হয়। গত এক বছর আগে ব্রীজটির বিভিন্ন স্থানে আস্তর ভেঙ্গে রড বের হয়ে কঙ্কালে পরিণত হয়। এতে করে সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক যানবাহন ঝুঁকি নিয়েই তখন চলাচল করতো। এরপর ঝুঁকিপূর্ণ ব্রীজটি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। পরে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে ব্রীজটি পুর্ন মেরামত করা হয়। ১৪ মার্চ সোমবার সকালে ব্রীজের আরেক স্থানে আস্তর ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এছাড়া পুরনো এই ব্রীজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ন ব্রীজটি দিয়েই এ সড়কে চলাচল করছে ছোট-বড় সব ধরনের যানবাহন। এ অবস্থায় যেকোন সময় ব্রীজটি ধ্বসে পড়ার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিক ও স্থানীয়রা। স্থানীয় পরিবহন শ্রমিকরা নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে  জানান, ঝুঁকিপূর্ন ব্রীজটির ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগকে বার বার বলা হলেও তারা কোন প্রকার খেয়াল করছেন না। ব্রীজটি ধসে দুর্ঘটনা ঘটলে এর জন্য দায়ী হবেন কে?

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইউএনও লোকমান হোসেন বলেন, ব্রীজটি ঝুঁকির ব্যাপারে জেনেছি।  সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করা হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের এসও হাসান ইমাম বলেন, আস্তর ভেঙ্গে রড বের হওয়ার বিষয়টি জেনেছি। দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত