নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বেসরকারী শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা প্রদান সহ কল্যাণ ট্রাষ্ট এবং অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়ায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর র্যালি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় নগরীতে র্যালি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়ায় শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মোর্তজা সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি স্বাশিপ, মুহাম্মদ মাসুম খান কার্যকরী সদস্য কেন্দ্রীয় কমিটি স্বাশিপ, সুলতানা বেগম (রত্না) কার্যকরী সদস্য কেন্দ্রীয় কমিটি স্বাশিপ, অধ্যাপক গনি সাধারণ সম্পাদক স্বাশিপ না.গঞ্জ জেলা, মু: সাখাওয়াত হোসেন খোকন যুগ্ম সম্পাদক স্বাশিপ না.গঞ্জ জেলা।
মু: গোলাম সারোয়ার, শিশির কুমার বালা, মু. আতার উদ্দিন সরদার, রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বাবু ব্রজেন্দ্র নাথ সরকার সভাপতি স্বাশিপ না.গঞ্জ জেলা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসিফ আহমেদ সুমন, মো.মোহন আলী, মোজ্জামেল হক ও প্রমুখ।