গাউছিয়া জুট মিলের ১০ কোটি টাকার মেশিনারিজ বিক্রি মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার গাউছিয়া জুট মিলে থাকা ১০ কোটি টাকা মূল্যের সরকারী মেশিনারিজ মালামাল অবৈধ ভাবে বিক্রি করার অভিযোগে মামলা করা হয়েছে। ১৪ মার্চ সোমবার রাতে বিজেএমসির নিরাপত্তা কর্মকর্তা জিয়াউর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলার বাদী বিজেএমসির নিরাপত্তা কর্মকর্তা জিয়াউর রহমান নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে  জানান, ১৯৭২ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত গাউছিয়া জুট মিলটি সম্পূর্ণ রূপে জাতীয়করণ ছিলো। ১৯৮৩ সালের ২৩ জানুয়ারীতে সরকার ও মিল কর্তৃপক্ষের মধ্যে চুক্তির মাধ্যমে বেসরকারী ব্যবস্থাপনায় হস্তান্তর করা হয়। মিলটিতে সরকারের শেয়ার, বিপুল পরিমাণ সরকারী পাওনাসহ আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য পাওনাদের বিশাল স্বার্থ জড়িত ছিলো। মিলের ব্যবস্থাপনা পরিচালক মুড়াপাড়া এলাকার মৃত গুলবক্স ভূইঁয়ার ছেলে রফিক উদ্দিন ভূইঁয়াসহ তার লোকজনের যোগসাজসে গত ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাতের অন্ধকারে মিল থেকে প্রায় দশ কোটির মেশিনারিজ ও মালামাল অন্যত্র বিক্রয়ের মাধ্যমে ট্রাক যোগে নিয়ে যায়।

এছাড়া অবশিষ্ট মেশিনারিজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অপচেষ্টায় রয়েছেন তারা। স্থানীয় চা দোকানদার আব্দুল রাজ্জাকের কাছ থেকে  বিষয়টি জেনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে জিয়াউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম বলেন, অবৈধ ভাবে বিক্রি করা মেশিনারিজ মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত