নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের যুবক মনির হোসেন হত্যাকান্ডের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সকালে নিহত মনির হোসেনের মা খোদেজা বেগম বাদী হয়ে ৮ জনকে নামীয় ও অজ্ঞাত ১০ থেকে ১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এর আগে, গত শনিবার মধ্যে রাতে মাদক ব্যবসায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে যুবক মনির হোসেনকে মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রসহ আশ-পাশের এলাকায় দীর্ঘ দিন ধরে আবু সাইদের পুত্র মিল্লাত হোসেন বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলো। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিল্লাত হোসেন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিকালে যুবক মাক্কি বাঁধা প্রদান করেন। এ সময় মাক্কির সঙ্গে মিল্লাত হোসেনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা মাক্কির ডান হাতের ৫টি আঙ্গুল কেটে ফেলে। খবর পেয়ে মাক্কির বন্ধু মনির হোসেন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন।
এসময় মনির হোসেনকে হত্যার হুমকি দেয় মাদক ব্যবসায়ীরা। গত শনিবার রাত আড়াইটার দিকে, মনির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।