নিশ্চিত করছি বাংলাদেশ থেকে চলে যাবো

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সাংবাদিক আব্দুস সালামের এক বক্তব্যের জবাবে মাদক ও সন্ত্রাসের ব্যাপারে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, মাদক বন্ধ করার জন্য পুলিশ লাগবে কেন? মাদক বন্ধ করতে তো পুলিশের দরকার নাই।  শুধু মাদক বেচে কে? আপনিতো সাংবাদিক জানেন কারা এখানে বিক্রি করছে। কিন্তু বক্তব্যে নাম টা বলেন নাই। সবাইকে আমার নাম্বার দিয়ে যাচ্ছি। শুধু একটা টেক্সট করবেন। আপনার নাম, ফোন নাম্বার গোপন রাখা হবে। অপরাধী ত্রিশ হাত মাটির নিচে থাকলেও তাকে খুঁজে নিয়ে আসবো। তাদের ছাড় দিবো না। সালাম ভাই, আমি আপনাকে নিশ্চিত করছি আমরা একদিন চলে যাবো বাংলাদেশ থেকে।  নারায়ণগঞ্জে আর থাকবো না। যাওয়ার সময় হয়ে গেছে। আজ এই অনুষ্ঠানে যার সভাপতিত্ব করার কথা তিনি আজ নেই। পরপারে চলে গেছেন।

বুধবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর ভূইয়ারবাগ এলাকায় শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের সামনে শ্রী শ্যামা পূজা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে মাদক বেচেঁ সে ইবলিশ, শয়তান। শয়তানকে কেউ দেখেনা। সে আপনার মায়ের বুকের সপ্ন কেড়ে নিচ্ছে। আপনার বাবার বুকের পাজর কেড়ে নিচ্ছে।  শুধু মাদক বেচে কে? সন্ত্রাস কে করে? তা আমাকে জানাবেন। আমার মনে হয় আপনারা এলাকাবাসী তা আমাদের থেকে ভালো জানেন। কারণ যেই বাড়িতে একটি বাচ্চা মাদক খায় সে বাড়িটা দোজখ হয়ে যায়।

সমাজসেবক প্রদীপ সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীনাথ দাস।

শামীম ওসমান বলেন, আমরা কি চাই মানুষ পুড়িয়ে মারা হোক? না কি আজকের মত হিন্দু, মুসলমান সবাই একসাথে থাকতে চাই? সকল ধমাবলম্বীরা উৎসবে আনন্দ করি। কেউ কি ওই পরিবেশটা চাই? রাতে মন্দিরে আগুন দিবে, মসজিদে গিয়ে বোম মারবে? ওই বাংলাদেশটা কারা চায়। যারা ২০ লক্ষ মা বোনের সমগম নিয়েছিলো, ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিলো। যারা শেখ হসিনাকে ২০ বার হত্যার চেষ্টা করেছিলো। আমার মত ক্ষুদ্র শামীমকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলায় বোম ব্লাস্ট করা হয়েছিলো। ২০ টি মানুষ প্রাণ হারায়। সামনে আবার কামড়া কামড়ি হবে। তবে আমরা স্বাধীনতার পক্ষের শক্তিরা নিশ্চিত করতে চাই, মা বোনরে দেয়ায় আল্লাহর রহমতে শেখ হাসিনা ক্ষমতায় আছেন, থাকবেন। আমি শামীম ওসমান বাহিরের শক্তিকে ভয় পাইনা। বিএনপি, জামাত, শিবির, জঙ্গি ওগুলোকে খুব একটা আমলে নেই না। ভয় পাই ভিতরের শক্তিকে, খন্দকার মোস্তাকদেরকে। আমরা জানি, শোনতে পাচ্ছি জামাত শিবিরের বড় নেতাদের সাথে কে কি করছেন। সাংবাদিক বা অন্য সংস্থ্যাদের কাছে নাকি রেকর্ড আছে। হয়তো পরে প্রকাশিত হবে। আমি আরেকবার এমপি হবো তা বিষয় না। নারায়ণগঞ্জের মানুষ আমাদের তিন পুরুষ ধরে যে সম্মান ভালোবাসা দিয়েছে। সে ঋণ শোধ করার মত নয়। রাজনীতি করি মানুষের জন্য, একটা ইবাদত হিসেবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাক আশরাফুল আলম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত