নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের এক লাখ টাকা না পেয়ে নাজনীন সুলতানা নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী সহ শশুর বাড়ির লোকজন। এ ঘটনায় গৃহবধূর পিতা সহ তিন জনকে লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ মার্চ সোমবার রাতে উপজেলার পুর্বগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধূ নাজনীন সুলতানা উপজেলার পশ্চিমগাঁও এলাকার নাজমুল হকের মেয়ে।
নাজমুল হক জানান, গত এক বছর আগে পার্শবর্তী পুর্বগ্রাম এলাকার মোস্তফা মিয়ার ছেলে বাবুর সঙ্গে তার মেয়ে নাজনীন সুলতানার ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয়াদি নিয়ে নাজনীনকে মারপিট সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় গত ২২ ফেব্রুয়ারী গৃহবধূ নাজনীন সুলতানাকে শশুর বাড়ির লোকজন বাড়ি থেকে বের করে দেয়। পরে সোমবার রাত ১০টার দিকে পুর্বগ্রাম এলাকায় গেলে মেয়ের জামাতা বাবুসহ আনোয়ার, মামুন, শামিমসহ ৩ থেকে ৪ জনের একদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজমুল হক, আমির হোসেন ও আব্দুল হামিদকে লাঠিপেটা করে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানান, এ ধরনের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।