আড়াইহাজারে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় খাগকান্দা নয়াপাড়া এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারনা ৫ থেকে ৬ দিন আগে তাকে কেউ হত্যা করে মেঘনা নদীতে ফেলে থাকতে পারেন। নিহতের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, উদ্ধারকৃত লাশের অধিকাংশই পঁচে গেছে। এতে তাৎক্ষনিক নাম পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

add-content

আরও খবর

পঠিত