মেয়র আইভীকে ২৪ ঘন্টা সময় দিলেন এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর ) আসনের এমপি সেলিম মেয়র আইভীকে উদ্দেশ্য করে বলেছেন, সিটি কর্পোরেশন তো কতো ব্যানার সরাইয়া দেয়, উড়াইয়া দেয়। আপনি কেন উড়ান না? সে তো ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির থেকে নির্বাচন করবে। আমি মেয়রকে অনুরোধ করলাম, ২৪ ঘন্টার মধ্যে যেন সব ব্যানার সরিয়ে দেয়৷ আমার নামে কেউ একটা ব্যানার লাগালে সিটি কর্পোরেশন ঠাস করে খুলে ফেলে৷ সেখানে সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টারের ব্যানার লাগিয়ে দেয়া হয়৷ সেগুলো আর খুলে না। সোমবার (৫ নভেম্বর) বেলা ১২টায় গোগনগরে অবস্থিত সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, রাস্তা দিয়ে আসার সময় চাষাড়া থেকে একই ব্যক্তির ১৮টা পোস্টার লাগানো যিনি উক্তি করেছেন আমার মঞ্চে আওয়ামীলীগের লোক, জাতীয় পার্টির লোক, বিএনপির লোক৷ যাকে আমরা জাতীয় পার্টির কোন সদস্য হিসেবে পরিচিতি দেই নাই, যে একজন জমি দখলকারী সে আপনার ছবি দিয়ে পোস্টার বানিয়ে টাঙিয়ে রাখে। আমি কিন্তু আমার অনুমতি ছাড়া পোস্টার লাগালে মামলা করে দেই।

সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সেলিম ওসমান পতিœ নাসরিন ওসমান, জেলা মুক্তিযোদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবলু জাহের, আকরাম আলী শাহিন, কাউন্সিলর নাজমুল আলম সজল, গোগনগর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান নওশেদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত