নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ছালাম ও সানী নামে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করে। আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীরা কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায় । এসময় সেলিম ও ফালান নামে ২ সন্ত্রাসীকে আটক করে স্থানীয়রা। আটককৃতদের কাছ থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মুড়াপাড়া বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া বাজার আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান ভুইয়া জানান, রবিবার বিকালে জেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাই ভুইয়া ও লীয় নেতাকর্মীরে নিয়ে গোলাকান্দাইল এলাকায় গনসংযোগ করছিলেন। তিনি অফিসে আছেন এই ভেবে ১৯ মামলার আসামী মুড়াপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে সুমন, কপাল কাটা নূর ইসলাম, আলমগীর, ফালানসহ অজ্ঞাত আরও ৮/১০ জন সন্ত্রাসী কার্যালয়ে হামলা করে মুড়াপাড়া ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছালাম ও ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা সানীকে পিটিয়ে আহত করে । এসময় সন্ত্রাসীরা ২ রাউন্ড ফাকা গুলি ছোড়ে কয়েকটি ককটেল বিস্ফারন ঘটায় ঘটিয়ে পালানোর সময় ধারালো অ¯্র ও ককটেলসহ গঙ্গানগর এলাকার আনোয়ার আলীর ছেলে সেলিম ও মুড়াপাড়া এলাকার আলমাছের ছেলে ফালান নামে ২ সন্ত্রাসীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
শাহজাহান ভুইয়া আরো জানান, আগামী সংসদ নির্বাচনে তিনি ছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাই ভুইয়া ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আগামী ৭ নভেম্বর (বুধবার) উপজেলার ষ্টেডিয়াম মাঠে তাদের নির্বাচনী জনসভা করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের জনসভা ভুন্ডুল করতে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাই ভুইয়া বলেন, নির্বাচনী জনসভা ভুন্ডুল করতে আতঙ্ক ছড়াতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৫টি ককটেল ও দুটি ছোড়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।