নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জেল হত্যা দিবসে মেয়র আইভীর দেয়া বক্তব্যের সূত্র ধরে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, একজন নেত্রী আশঙ্কা করেছেন এভাবে চলতে থাকলে নাকি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আমি তাকে আশ্বস্ত করে বলতে চাই, আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এখানে বঙ্গবন্ধুর নামে ভবন হয়েছে। শেখ রাসেল স্কুল উদ্বোধন হবে। শেখ জামাল স্কুল উদ্বোধন হয়েছে। বঙ্গমাতার ভবন হচ্ছে। তাহলে অস্তিত্বটা কীভাবে থাকবে না? আপনারা অধৈর্য্য হবেন না। দরকার পড়লে আওয়ামী লীগের দায়িত্ব আমি নিবো। সোমবার (৫ নভেম্বর) বেলা ১২টায় গোগনগরে অবস্থিত সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খান সাহেব ওসমান আলী আমার দাদা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য। একেএম শামসুজ্জোহা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আমার বাবা। যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম, সে নারায়ণগঞ্জে আওযামী লীগ ছাড়া কিচ্ছু থাকবে না। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সেলিম ওসমান একজন মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের লোকেদের ভরসা হারানোর কোন কিছু নাই। আমার রক্ত তো বলে আওয়ামীলীগ৷ মাঝে মাঝে চ্যালেঞ্জ করতে ইচ্ছে করে, আসেন তো ভাইজানরা দেখি আমার চেয়ে বড় কে আওয়ামীলীগার আছে। বলতে ইচ্ছা করে, আমি তো হোসেইন মুহাম্মদ এরশাদ, রওশন এরশাদ সাহেবের নামে বিল্ডিং বানাই নাই। আমি বঙ্গবন্ধুর নামে, শেখ রাসেল, শেখ কামালের নামে বিল্ডিং বানাইছি। আমি আমার বাবা-মার নামে বিল্ডিং বানাইছি। আজকে বঙ্গবন্ধুর নামে যে ভবন বানিয়ে দিয়ে গেলাম সেটা আগামীতে বাচ্চারা বঙ্গবন্ধুর আদর্শে নারায়ণগঞ্জ গড়বে।
সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সেলিম ওসমান পতিœ নাসরিন ওসমান, জেলা মুক্তিযোদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবলু জাহের, আকরাম আলী শাহিন, কাউন্সিলর নাজমুল আলম সজল, গোগনগর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান নওশেদ প্রমুখ।
সেলিম ওসমান বলেন, আমি জানি না আলাদা আলাদা ইলেকশন হবে নাকি মহাজোট হবে। আমি তো আর ফেরেশতা না। আকাশে চাঁদ উঠলে দেখতে পাবেন। যিনিই সংসদ হন তিনি যেন নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করেন, অপরাজনীতি যেন না করেন। আমি পাশ করি আর ফেল করি আমি একজন মুক্তিযোদ্ধা। আমি সংসদ সদস্য হিসেবে ঢুকেছি কিন্তু আমি জনগণের গোলাম হয়ে গেছি।