নৌকার পক্ষে ভোট চাইলেন মাহমুদা মালা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীতে নৌকার পক্ষে গনসংযোগের মাধ্যেমে ভোট চাইলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা। রবিবার বিকেল ৪টায় পুরান কোট, কালির বাজার ,গলাচিপা,চাষাড়া,সাধারন মানুষের কাছে ভোট চেয়ে তার নির্বাচনি গনসংযোগ শেষ করে।

গনসংযোগ শেষে এক সংক্ষিপ্ত অলোচনায় মাহমুদা মালা  বলেন সফল রাষ্ট্রনায়ক দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গনতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তে ও ২লক্ষ মা – বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমি আজ উন্নয়নের রোল মডেল।

এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা, গণতন্ত্র , প্রগতির শত্রু, দেশ ও জাতিদ্রোহী বিএপি – জামাত সাম্প্রদায়িক অপশক্তি পুণরায় তৎপর হয়ে উঠেছে। এই অশুভ শক্তি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বচনকালে জ্বালাও – পোড়াও, অগ্নিসংযোগ, পেট্রোল বোমাসহ নানাবিধ সন্ত্রাসী তৎপরতার মধ্য দিয়ে  আমাদের নাগরিক জীবনকে বিপর্যস্ত করেছিল। তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আস্থার ঠিকানা ও উন্নয়নের রোল মডেল বিশ্ব মানবতা বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিন।

add-content

আরও খবর

পঠিত