নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে লিপি আক্তার (৩৭) নামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী রফিকুল ইসলাম ওরফে লালসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
বৃহম্পতিবার (১লা নভেম্বর) রাতে স্থানীয় চৈতনকান্দা পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার (২ নভেম্বর) সকালে খবর পেয়ে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশের দাবী পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে।
নিহতের ভাই শাহলম মিয়া জানান, প্রায় ১৫ বছর আগে নরসিংদী জেলার মাধবদী থানাধীন শিমুলের এলাকার আবুল কাসেমের মেয়ের সঙ্গে আড়াইহাজারের চৈতনকান্দা পূর্বপাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে রফিকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। এরই মধ্যে রাকিব (১২) ও শাকিব (৯) নামে তাদের সংসারে সন্তানে জম্ম হয়। তবে এরই এক বছর আগে গোপনে রফিকুল সোনারগাঁও এলাকায় দ্বিতীয় বিয়ে করেন।
তিনি আরও জানান, লিপি ২য় বিয়ে মানতে পারছিলো না। এতে তাদের সংসারে প্রায় ঝগড়া হতো। পরে তাকে রফিকুল তাকে যৌতুক দিতে অব্যাহত চাপ দিতে থাকেন। বিভিন্ন সময় তাকে মারধরও করতো। এরই জের ধরে বৃহম্পতিবার রাতের যে কোন সময় হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে তার শোবার ঘরের মেঝেতে ফেলে রাখে। এর আগেও লিপিকে হত্যার চেষ্টা করে সে।
এদিকে লাশের সূরতালকারী গোপালদী তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ফরিদ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে হত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হবে। এ ঘটনায একটি অপমৃত্যুর মামলা হয়েছে।