গণভবনে আ.লীগ ও ঐক্যফ্রন্ট সংলাপ, আশা ধরে আছে সাধারন জনগণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) :বাংলাদেশে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ গভীর রাতের দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানীর ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই সংলাপের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশের সাধারন জনগন।

পহেলা নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়  ৭টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২১-সদস্যের এক প্রতিনিধি দল গণভবনে যান।

তার সাথে এই সংলাপে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির কিছু সদস্য ও শীর্ষ স্থানীয় নেতা। অন্য দিকে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতারাও এ সময় তাদের সাথে ছিলেন।

এই সংলাপে আওয়ামী লীগের ২১-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তার সাথে ১৪-দলীয় জোট শরিক নেতারাও এই সংলাপে উপস্থিত ছিলেন।

এর আগে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী হাসিনা প্রায় দশ বছর মেয়াদে তার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী হাসিনা বলেন, দেশের মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিন বদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

add-content

আরও খবর

পঠিত