নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার সময় জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন এক ভূয়া পুলিশ। এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক, ভিজিটিং কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ২ নং রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভূয়া পুলিশ সদস্য সাইদুর রহমান ওরফে রফিকুল ইসলাম (৩৫) ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওমর শরীফ, পরিদর্শক হুমায়ূন কবির, উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও এসআই মজিবর রহমানের নেতৃত্বে অভিযানে আটক করা হয় রফিকুলকে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওমর শরীফ জানান, সাইদুর রহমান ওরফে রফিকুল ইসলাম নিজেকে পুলিশ ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। শুধু তাই নয় নারীদের সাথে অবৈধ সম্পর্ক ও প্রতারণা করে টাকা আদায় করার ঘটনাও রয়েছে তার।