নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার রায় প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। সোমবার (২৯ অক্টোবর) দুপুরে আমলাপাড়া চারারগোপ থেকে কালীবাজার মোড় পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর নেতা সাহারিয়া ইমন, মাকিদ মুস্তাকিম শিপলু. মহানগর বিএনপি কর্মী রোমান. মনির হোসেন, টিপু খান, রোমান, শাহাকিল, গোলাম মোস্তফা, সোহাগ. মন্টু মিয়া. তারিকুল ইসলা কোকিল, আবির রমজান, আদর নাছির ইমরান. আশারাফুল হক তান্না, আলতাব, তোফাজ্জল, মোশারফ হোসেন মশু. জুয়েল লিংখন, মোশারাফ হোসেন, আনোয়ার, জিসান, আশারাফুল, আলী হোসেন, নুরুল ইসলাম, অভি, দিপু পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে এটিএম কামাল বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সুষ্ঠু নির্বাচন দেয়ার অন্য কোন বিকল্প নেই। আর এ দাবি আদায়ের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা হবে এটিই আমাদের শপথ। আমরা এই শপথ নিয়েই রাজপথে আছি।
প্রসঙ্গত, সোমবার ( ২৯ অক্টোবর) জিয়া চ্যারেটেবল ট্রাস্ট মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাত বছরের কারাদন্ডের সাজা ঘোষণা করেছে বিশেষ জজ আদালত। এর আগে জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলায় আট মাসের কারাদন্ডের সাজা হয়েছিল তাঁর।
পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিচারক আখতারুজ্জামান এই রায় দেন। এই মামলাতেই খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে ৭ বছরের কারাদন্ডের সাজা দেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্নান ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলামকে ৭ বছর কারাদন্ড দেওয়া হয়েছে।