শিক্ষার্থীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে রোটারী ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জের আয়োজনে কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে গরীব অসহায় মানুষ ও বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে।  সোমবার সকাল ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রোটারীয়ান পিপি হাজী মকবুল হোসেন।

প্রজেক্ট চেয়ারম্যান রোটারীয়ান মো. শহিদুল আলম বাপ্পী ও কো-চেয়ারম্যান সাবেক সভাপতি রোটারীয়ান সালেহ মাহমুদ উজ্জল এর তত্বাবধানে প্রায় ১১টি শাখার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ওরাল ডেন্টাল কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তাবাসসুম ফেরদৌসী, নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম ও সুমাইয়া ডায়বেটিক কেয়ারের চিকিৎসক ডা. মো. তোফাজ্জল হোসেন সহ অন্যান্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা রোটারী ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট কবির হোসেন পারভেন, সাবেক প্রেসিডেন্ট আব্দুস সাত্তার চৌধুরী, বর্তমান প্রেসিডেন্ট আব্দুল মোতালেব, সেক্রেটারী নুরুজ্জামান জিকু, ইলেক্ট প্রেসিডেন্ট আসাদুজ্জামান আসাদ, রোটারীয়ান ইমতিয়াজ আহম্মেদ, কামরুজ্জামান, খন্দকার সাইফুল ইসলাম রোবেল, শাহাদাত হোসেন, এম এ মান্নান ভূঁইয়া, ফাহমিদা ও মাসুদ পারভেজ।

অনুষ্ঠানে প্রায় ১ হাজার দুস্থ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থাপত্র সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত রোগীরা চিকিৎসা সেবা পেয়ে রোটারী ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়েন্ট প্রজেক্টে রোটারী ক্লাবের আবাবিল নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মিড সিটি, নারায়ণগঞ্জ সেন্ট্রাল, নারায়ণগঞ্জ গ্রীন সিটি, রাজধানী সোনারগাঁ, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ, ঢাকা মহানগর, জাহাঙ্গীর নগর, ঢাকা পোর্ট এবং ফতুল্লা নারায়ণগঞ্জ রোটারী ক্লাব সব সময় মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে।

add-content

আরও খবর

পঠিত