নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবঘোষিত নারায়ণগঞ্জ মহানগর যুবদল। নবনির্বাচিত মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকারের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী রাজধানী ঢাকার বিজয় স্মরণী জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়া মাজার শ্রদ্ধা নিবেদন করেন।
২৬ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিজয় স্মরণীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল সহ ঢাকা বিভাগের সকল বিভাগের নেতাকর্মীরা। এ সময় সকল নেতা-কর্মীদের নিয়ে জিয়া মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া মাহফিলে যোগ দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মহানগরের সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, যুগ্ম সম্পাদক সাগর প্রধান সহ থানা ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক ও নেতা-কর্মীরা। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগানে জিয়া উদ্যান মুখরিত হয়ে পড়ে। এ সময় ঢাকা বিভাগের অন্যান্য জেলা নেতা-কর্মীরা মহানগর যুবদলের স্লোগানের সাথে একত্মা করে স্লোাগান ধরে।
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে মহানগর যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, রাজপথে থাকেন বা না থাকেন পুলিশ কিন্তু সকলের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে। তাই হামলা মামলা ভয় পেয়ে মা (বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া) মুক্তি আন্দোলন থেকে দূরে সরে থাকবেন না। সেন্ট্রাল যে ভাবে নিদের্শনা দিবে মহানগর যুবদলের সকলকে সেই ভাবে পরিচালনা করা হবে। আগামীদিনে জনগণের নেত্রী বেগম জিয়া-কে প্রধানমন্ত্রী চেয়ারে বসানো জন্য মহানগর সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। নবঘোষিত কমিটি সকলের যোগ্যতায় পেয়েছেন, আগামীতেও বাকি পদগুলোতে যোগ্য ব্যক্তি পাবেন।