ক্যারিশমা দেখাবেন এমপি শামীম ওসমান

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, বাংলাদেশকে জাগ্রত করতে এই মহাসমাবেশ : শাহ নিজাম

নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) : আগামী ২৭ অক্টোবর স্মরণকালের সর্ববৃহত মহাসমাবেশের ঘোষনা দিয়েছেন এমপি শামীম ওসমান। ওই দিনটি ঘিরে প্রতিটি নেতাকর্মীর মাঝে এখন ব্যপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। ইতোমধ্যেই সভাস্থল ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গনের মাঠটিতে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। মহাসমাবেশস্থলের আশপাশে সাটানো হয়েছে এমপি শামীম ওসমানের ছবি সম্বলিত নানা রঙয়ের ব্যানার, ফ্যাস্টুন। আর এই সমাবেশের মধ্যদিয়ে নতুন ইতহাস গড়ে রাজনৈতিক ক্যারিশমা দেখাবেন এমপি শামীম ওসমান।

জানা গেছে, সমাবেশটি লাইভ টেলিকাস্টের জন্য থাকবে ওয়াই ফাই ব্যবস্থা। মঞ্চের পিছনে ১শ ফিটের একটি ডিজিটাল ব্যনার লাগানো হবে। ডানপাশে থাকবে এলইডি স্ক্রীন। সভার মঞ্চে কোনো ছাউনী থাকবে না। অনেক মানুষের সমাগম হবে তাই সকলের জন্যে বসার ব্যবস্থা করাও সম্ভব নয়। তবে বিশেষ প্রয়োজনের জন্য বা মহিলাদের জন্য ১শ টি চেয়ারের ব্যবস্থা থাকবে।

প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম  বলেন, শুধু ক্যারিশমা নয় সারাবাংলাদেশকে জাগ্রত করবে এমপি শামীম ওসমান। সকল অপশক্তি, ষড়যন্ত্র, অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এই মহাসমাবেশ। বাংলাদেশের সকল মানুষকে জাগ্রত করতে এমপি শামীম ওসমানের এই মহাসমাবেশ। সভাস্থলের জন্য প্রস্তুতী শেষের দিকে রয়েছে। আমরা বড় এলইডি স্ক্রীন লাগাবো। নেতাকর্মীদের প্রবেশের জন্য ৩টি প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে।

একাদশ নির্বাচনকে সামনে রেখে দলকে চাঙ্গা করার পাশাপাশি রাজনৈতিক মহাশক্তি প্রদর্শনের মোক্ষম অস্ত্র হিসেবেই এই সমাবেশকে দেখছেন রাজনৈতিক বোদ্ধারা। রাজনৈতিক প্রতিপক্ষদের কি ম্যাসেজ দেবেন তিনি, সেটাই এখন দেখার পালা। কেননা গত কয়েকদিনে বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিলেও জোরালো বক্তব্য দেননি এমপি শামীম ওসমান। বলেছেন, ২৭ তারিখেই সব বলবো। একারণে মহাসমাবেশের দিকেই এখন দৃষ্টি সবার।

এদিকে ২৭ অক্টোবর শনিবার শহরের ইসদাইরস্থ সামছুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সমাবেশকে ঘিরে জেলাজুড়ে চলছে প্রস্তুতি। আওয়ামীলীগ ও অংগ সংগঠনের শামীমপন্থী নেতা-কর্মীরা সমাবেশকে সফল করতে প্রস্তুতি ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এরআগে শহরের লিংক রোডস্থ নম পার্ক এবং রাইফেল ক্লাবে প্রত্যেক এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আলাদা মতবিনিময় সভা করে মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন শামীম ওসমান।

add-content

আরও খবর

পঠিত