আজ কোজাগরী লক্ষ্মী পূজা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আজ সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবের একটি শ্রী শ্রী লক্ষ্মী পূজা বা কোজাগরী লক্ষ্মী পূজা। প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে লক্ষ্মীপূজা উদযাপিত হয়। শারদীয় দুর্গাপূজার শেষে প্রথম পূর্ণিমা তিথিতে হিন্দুধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা করে থাকেন। কিছুদিন আগে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরণী। চিরন্মমীয় বিদায়ের বার্তা ভুলে আজ বুধবার (২৪ অক্টোবর) আবার আনন্দে মেতে উঠবেন হিন্দু ধর্মালম্বীরা।

লক্ষ্মী ধনসম্পদ, আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সৌন্দর্যের দেবী। বাঙালি হিন্দুদের বিশ্বাসে লক্ষ্মীদেবী মূলত দ্বিভূজা। তার বাহন হচ্ছে পেঁচা। বাংলার বাইরে লক্ষ্মী দেবীর চতুর্ভুজা কমলে-কামিনী মূর্তিই দেখা যায়। কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমাতে লক্ষ্মী দেবীর পূজা করা হয়, যদিও দীপাবলিতেই সমগ্র দেশে পূজিতা হন।

পূর্ণিমার চাঁদের আলো যখন দিক-দিগন্তে সন্ধ্যার কালো আধারে ছড়িয়ে পড়ে, তখন উলু, শঙ্খধ্বনি সহকারে মা লক্ষ্মীর পূজা করা হয়। ধন সম্পদের দেবী হওয়ায় বিভিন্ন মন্দির ছাড়াও হিন্দুধর্মাবলম্বীদের বসতবাড়িতে আড়ম্বরপূর্ণভাবে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

add-content

আরও খবর

পঠিত