নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোট ) : আগামী ২ নভেম্বর থেকে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ১ম বিভাগ ফুটবল লীগ শুরু হবে। এ উপলক্ষে ২৩ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর ক্যাফেটেরিয়ায় ১ম বিভাগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু অংশগ্রহণকারী ১১ টি ক্লাবকে ১ লাখ টাকার চেক তুলে দেন। প্রয়াত জাতীয় সাংসদ নাসিম ওসমান এর নামে লীগের নামকরণ ঘোষনা করেন ফুটবল এসোসিয়েশনের সভাপতি।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শহীদ হোসেন স্বপন, কোষাধ্যক্ষ রবিউল হোসেন, সদস্য জাকির হোসেন, নেয়ামত উল্লাহ, আনজুমান আরা আকসির, মেহেবুবুল হক তালুকদার টগর, ক্লাব কর্মকর্তা মোজাম্মেল হক তালুকদার, নুরুজ্জামান আহম্মেদ, কাওসার হোসেন, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, রজ্জব আলী, খলিলুর রহমান দোলন, ইছাল উদ্দিন প্রমুখ।