নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রপ্তানীমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এসময় বাধা দিলে পুলিশের সাথে তাদের ব্যাপক ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণিত হয়েছে। এতে পুলিশসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছেন । ২২ অক্টোবর সোমবার সকালে আদমজী ইপিজেডে অবস্থিত সোয়াদ ফ্যাশনের শ্রমিকদের সাথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, বকেয়া বেতনের দাবিতে এদিন সকাল ৭টার দিকে সোয়াদ ফ্যাশনের শ্রমিকেরা রাস্তায় নেমে ইপিজেডের প্রধান ফটকের কাছে এসে সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সূত্রটি জানায়, পরবর্তীতে আরও বেশি সংখ্যক শ্রমিকসহ ৮ টার দিকে এসে রাস্তা অবরোধ করে বকেয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ সুপার জাহিদুর রহমান জানিয়েছেন, রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।