নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে তিন বছরের শিশু জুঁই হত্যার ঘটনায় ২ জনকে এজাহার নামীয় ও ৮ জনকে অজ্ঞাত আসামী করে ২০ অক্টোবর শনিবার সকালে নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় আসামী খইবর হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, শিশু জুঁই হত্যার ঘটনায় শনিবার সকালে নিহত শিশু জুঁইয়ের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে তার বাড়ীর ভাড়াটিয়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার দক্ষিন দলভাঙ্গা এলাকার ছমেদ আলী ছেলে শাহজালাল ও খইবর হোসেনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার রাতে মামলার ২নং আসামী খইবরকে বাদীর বাড়ি থেকেই গ্রেফতার করে। মামলার অপর আসামী গ্রেফতারকৃত খইবরের ভাই শাহজালাল শুক্রবার সকালে জুঁইয়ের লাশ উদ্ধারের পর ছটকে পরে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, শিশু জুঁই হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।