★ স্মৃতির যন্ত্রণা ★ ( কবিতা )
আসাদউজ্জামান খান
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দিন গুলো কাটে তাড়াতাড়ি !
কাটে না হৃদয়ের কষ্ট
যতই চেষ্টা করি তাড়াতে
তবুও ভেসে ওঠে পষ্ট।
অতীত স্মৃতিকে ভুলে থাকতে চাই
কিন্তু খুব মনে পরে।
বার বার প্রতিটি মুহূর্ত
খুটে-খুটে অনেক আঘাত করে।
যতোই মন থেকে দূর করতে চাই ততোই জীবন্ত হয়।
বাহিরে বের হলে কাঁচের মতন ভেঙে যায় হৃদয়।
কোথাও নিঝুম হয়ে বসলে
মনে হয় কে যেন পেছন থেকে ডাকে !
ঘুরতে গেলে মনে হয় কেউ কিছু বলে
আর হাত ধরে রাখে।
ওহ ! কি যন্ত্রণা !
এ ভাবে আর কতো দিন !
তোমাকে ভেবে রাত কাটে না !
কি ভাবেই কাটবে বলো ?
চোঁখ দুটি যে একটুকো ঘুমায় না !
শুধু কেঁদেই চলে।
মাঝে মাঝে মন চায়
তোমার কাছে ছুটে যেতে !
কেনো যাই না জনো ?
চাইনা কষ্ট দ্বিগুন পেতে।
শত কোটি যন্ত্রণা বুকে নিয়েও কামনা করি
তুমি ভালো থেকো।
দূর থেকে ভালোবেসে স্মৃতিকে বুকে নিয়ে বলি
আমাকে মনে রেখো।