রূপগঞ্জে ১০ লাখ টাকার মাছ নিধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাছের খামারে স্পিনিং মিলের রাসায়নিক মিশ্রিত বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গন্ধর্বপুর নূরুল হক মার্কেট এলাকায়।

মাছ ব্যবসায়ী শাহাবাজের লিখিত অভিযোগ থেকে জানা যায়, তারা ১০/১২ যুবক মিলে  গত তিন বছর ধরে গন্ধর্বপুর নূরুল হক মার্কেটের পাশে  প্রায় ১৫ বিঘা দিঘিতে মাছ চাষ করে করে আসছে। একই এলাকার জুট ব্যবসায়ী মোমেন, জুয়েল, আব্দুর নূর ও সজল মিয়া স্পিনিং মিলের রাসায়নিক মিশ্রিত বর্জ্য তাদের মাছের খামারে ফেলে। বর্জ্যে খামারের প্রায় প্রায় ১০ লক্ষ টাকার মাছ মরে ভেসে গেছে।

অভিযুক্ত মোমেন ও আব্দুর নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, তাদের মাছ মারা গেছে কি ভাবে সেটা বলতে পারব না। স্পিনিং মিলের ধূনা দিঘিতে ফেলেছি। তবে কোন রাসায়নিক প্রয়োগ করি নাই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান  জানান, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত